বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

কর্মবিরতিতে চিকিৎসকরা রোগীদের দুর্ভোগ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রংপুর

কর্মবিরতিতে চিকিৎসকরা রোগীদের দুর্ভোগ

দুই সহকর্মীকে লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছে ইন্টার্ন চিকিৎসক পরিষদ। গতকাল সকাল থেকে আকস্মিকভাবে এই কর্মবিরতি শুরু হয়। এদিকে রোগীর সঙ্গে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ইন্টার্ন চিকিৎসকদের শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চরম ভোগান্তিতে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগি ও তাদের স্বজনরা।  জানা গেছে, সোমবার মধ্যরাতে এক রোগির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয় রোগির স্বজনরা। এ সময় বিক্ষুব্ধ স্বজনরা হালিমা ও আলেয়া নামে দুই ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত ও মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ, হামলাকারীদের গ্রেফতারসহ হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর