বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের তরুণ এমপিদের সাক্ষাৎ

নয়াদিল্লি প্রতিনিধি

ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের তরুণ এমপিদের সাক্ষাৎ

বাংলাদেশের তরুণ সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধি দল সোমবার সকালে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন

বাংলাদেশের তরুণ সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধি দল গতকাল সকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন। তাদের ভারতে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি কোবিন্দ বলেন, ভারত তার মৌলিক জাতীয় স্বার্থেই একটি শক্তিশালী, সমৃদ্ধ ও অগ্রসরমান বাংলাদেশ কামনা করে। তিনি বলেন, দুটি দেশ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ভারতীয় রাষ্ট্রপতি বলেন, আমাদের অভিন্ন আশা-আকাক্সক্ষা আমাদের সম্পদ ও সক্ষমতা ব্যবহারে যৌথভাবে উৎকৃষ্ট পন্থা অনুসরণে উদ্বুদ্ধ করবে। এ ব্যাপারে লক্ষ্যাভিসারী অংশীদারিত্বের দিকে মনোযোগী হওয়ার জন্য তিনি প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান। বাংলাদেশি তরুণ রাজনীতিকদের ১৭ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় মিলিত হন। প্রতিনিধি দলটি মুম্বাই সফর করবেন এবং সেখানে নবনির্মিত ভারতীয় চলচ্চিত্র জাদুঘর পরিদর্শন করবেন। মুম্বাইতে তারা বিখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের সঙ্গে দেখা করার কথা। বঙ্গবন্ধুর ওপর বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য ছায়াছবি পরিচালনার দায়িত্ব পেয়েছেন বেনেগাল।

সর্বশেষ খবর