বুধবার, ১৩ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সূচকের পতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

দরপতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল উভয় শেয়ারবাজারের প্রধান সূচক কমেছে। সূচক কমলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টাকার পরিমাণে লেনদেন কমেছে।

লেনদেনে দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৮ বা ১৯৯৮ পয়েন্টে। ডিএসইতে ৫০৬ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি টাকার। ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৬টি প্রতিষ্ঠান। এদের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির বা ২৯ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৯টির বা ৫৮ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির বা ১৩ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসইতে টাকার পরিমাণে সর্বোচ্চ লেনদেন হয়েছে মুন্নু সিরামিকের। কোম্পানিটির ৩১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৪৫ লাখ টাকার লেনদেনে দ্বিতীয় স্থানে ইউনাইটেড পাওয়ার এবং ১৫ কোটি ৪৩ লাখ টাকা লেনদেনে তৃতীয় স্থানে উঠে আসে ডাচ্-বাংলা ব্যাংক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর