বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা
অস্বাস্থ্যকর খাবার, মেয়াদোত্তীর্ণ ওষুধ

বরিশালে জরিমানা দুই প্রতিষ্ঠানকে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে অস্বাস্থ্যকর পরিবেশে পচাবাসি খাবার উৎপাদন, বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহ্ সোয়াইব মিয়ার নেতৃত্বে গতকাল সকাল ১১টার দিকে নগরীর সদর রোডে এই অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার সামগ্রী উৎপাদন ও বিক্রির দায়ে সদর রোডের মা গৌরনদী মিষ্টান্ন ভান্ডার থেকে ১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে সদর রাডের এফ রহমান ফার্মেসি থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর