বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

১৭ মার্চ থেকে রাজশাহীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হতে যাচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃৃতিক উৎসব। ১৭ মার্চ এ উৎসব শুরু হবে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ উদ্যোগ গ্রহণ করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শুরু হতে যাওয়া ১০ দিনব্যাপী এ উৎসবে ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নেবেন। গতকাল দুপুরে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উৎসব উদ্যাপনের প্রধান পৃষ্ঠপোষক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব উদ্যাপনের অংশ হিসেবে এরই মধ্যে জমজমাট পরিবেশে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। নাট্যোৎসব চলছে। তিনি বলেন, ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন হবে। এ উপলক্ষে সারা দেশে জাতীয় ও আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব কবি আরিফুল হক জানান, উৎসব উপলক্ষে লালনশাহ মুক্তমঞ্চে ৭ থেকে ১১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র প্রদর্শনী ও সংগীতানুষ্ঠান। ১১ থেকে ১৬ মার্চ পর্যন্ত শহীদ এ এইচ এম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে হতে যাচ্ছে নাট্যোৎসব। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে অংশ নিচ্ছে ভারত ও নেপাল থেকে আগত প্রখ্যাত নাটকের দলগুলো। উৎসবের মূল পর্ব ১৭ মার্চ শুরু হয়ে চলবে ২৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ নগর ভবনের গ্রিন প্লাজায় উৎসবের উদ্বোধন করবেন বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সদস্য কবি শেখ হাফিজুর রহমান। এ উৎসবে মহানগরীর প্রধান প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৃথক আলাচনা সভা হবে। এ ছাড়া নগরীর চারটি জনবহুল স্থানে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ভাষাসৈনিক আবুল হোসেন। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার তাপু, বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী কামারুল্লাহ সরকার, শাহ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, বর্তমান অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর