শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান

অর্থমন্ত্রীর হাত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন -বাংলাদেশ প্রতিদিন

একজন সৎ ও নিয়মিত ঋণ পরিশোধকারী হিসেবে ব্যাংকের গুণী গ্রাহক সম্মাননা পেয়েছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আহমেদ আকবর সোবহান। অগ্রণী ব্যাংকের গুণী গ্রাহকদের মধ্যে সবচেয়ে সেরা গ্রাহক হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল রাজধানীর শাহবাগে একটি হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। অর্থমন্ত্রীর হাত থেকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পক্ষে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. বেলায়েত হোসেন। এ সময় বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার (ব্যাংকিং) মো. রাজীব সামাদ উপস্থিত ছিলেন। অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ শামস উল ইসলাম প্রমুখ। অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধ করাসহ ব্যবসায়িক কর্মকান্ডে সততার পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৬ জনকে এ পুরস্কার দেয়। এর মধ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে অগ্রণী ব্যাংকের শীর্ষ গ্রাহক। ঋণ নেওয়া, নিয়মিত পরিশোধের ক্ষেত্রে তিনি শীর্ষ ব্যবসায়ী হিসেবে সম্মাননা পান। পুরস্কার পাওয়া অন্যরা হলেন- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন গ্রুপের এমডি প্রকৌশলী এ এম খোরশেদুল আলম, প্রাণ গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, বাংলাদেশ সার্ভিসের এমডি আইয়ুব হোসেন, বিএসআরএম চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, এসএমই উদ্যোক্তা সামছুন্নাহার বেগম, ব্যবসায়ী মো. শাহজাহান, ব্যবসায়ী আবদুল আউয়াল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর