শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা
উপজেলা নির্বাচন

খুলনায় প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

উপজেলা পরিষদ নির্বাচনে খুলনার নয়টি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যান এবং সাধারণ ও সংরক্ষিত (মহিলা) ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে, প্রতীক পেয়েই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। উৎসবমুখর পরিবেশে পথসভা ও গণসংযোগে প্রার্থীরা উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। জানা যায়, বটিয়াঘাটা ও ফুলতলা উপজেলায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে বাকি সাত উপজেলা ডুমুরিয়া, রূপসা, কয়রা, পাইকগাছা, দাকোপ, তেরখাদা ও দিঘলিয়ায় ক্ষমতাসীনদের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১২ জন। কয়রা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত জি এম মোহসিন রেজা নৌকা প্রতীক পেয়েছেন। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি এস এম শফিকুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক।

 রূপসা উপজেলায় নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত মো. কামাল উদ্দীন বাদশা।

 তার বিরুদ্ধে আনারস প্রতীকে নির্বাচনে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা আলী আকবার শেখ। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত উপজেলা নির্বাচনে ছয়টিতে চেয়ারম্যান পদে জয় পায় আওয়ামী লীগ। ডুমুরিয়া ও পাইকগাছায় বিএনপি এবং কয়রায় জামায়াত প্রার্থীর কাছে আওয়ামী লীগ পরাজিত হয়।

ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা সরোয়ার বলেন, বিগত দিনে অবৈধ অর্থের ছড়াছড়িতে আত্মঘাতী সিদ্ধান্তে কয়েকটি উপজেলায় দলের প্রার্থীরা পরাজিত হন। তবে মানুষ এখন অনেক বেশি সচেতন। ভোটাররা উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট দেবেন। এ উপজেলায় স্বতন্ত্র প্রার্র্থী হিসেবে মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহনওয়াজ হোসেন জোয়ার্দ্দার। এদিকে, নির্বাচনী পরিবেশ উৎসবমুখর রয়েছে জানিয়ে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিটার্নিং অফিসার জিয়াউর রহমান বলেন, প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলতে সব প্রার্থীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর