শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বাইক-মোটরগাড়ির প্রদর্শনী বসুন্ধরায়

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একযোগে শুরু হয়েছে মোটরগাড়ি ও মোটরবাইকের চার প্রদর্শনী। গতকাল তিন দিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।  প্রদর্শনীতে মোটরবাইক, স্কুটার, নতুন গাড়ি, স্পোর্টস কার, বাণিজ্যিক যানবাহন, মাল্টি ইউটিলিটি যানবাহন, বিকল্প শক্তি চালিত যানবাহন, গাড়ির খুচরা যন্ত্রাংশ, গ্যারেজ সরঞ্জামসহ অটোমোবাইল খাতের বিভিন্ন পণ্য নিয়ে হাজির হয়েছে ১৬ দেশের আড়াই শতাধিক প্রতিষ্ঠান। ১৪তম ঢাকা মোটর শো, পঞ্চম ঢাকা বাইক শো, চতুর্থ ঢাকা অটো পার্টস শো ও তৃতীয় ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো নামে  প্রদর্শনী চারটি আয়োজন করেছে সেমস গ্লোবাল। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেমস গ্লোবালের প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলাম, আরইএল মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন, র‌্যাংকন মোটর বাইকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাওন হাকিম, এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের পরিচালক এনামুল হক চৌধুরী প্রমুখ। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর