শুক্রবার, ১৫ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেলেন জাকির হোসেন

নিজস্ব প্রতিবেদক

গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা মো. জাকির হোসেনকে প্রধান তথ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়। বিসিএস ১৯৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা জাকির হোসেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এজন্য তাকে বিধি মোতাবেক দায়িত্ব ভাতাও দেওয়া হবে। প্রসঙ্গত, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার গত ২২ জানুয়ারি রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব নিয়োগ পান এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব নেন। তাকে সচিব করার পর থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি শূন্য ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর