রবিবার, ১৭ মার্চ, ২০১৯ ০০:০০ টা

আইটেকে ভারতের বড় অংশীদার বাংলাদেশ

-রীভা গাঙ্গুলী

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেছেন, আইটেকের যাত্রা শুরু হওয়ার পর বিশ্বের ১৬১টি দেশের সঙ্গে বন্ধুত্বের সেতুবন্ধন তৈরি হয়েছে। পারস্পরিক স্বার্থে সহযোগিতা ও অংশীদারিত্বের এই আইটেক প্রকল্পে বাংলাদেশই ভারতের অন্যতম বড় অংশীদার।

গতকাল সন্ধ্যায় ঢাকার কাকরাইল রোডের আইডিইবি ভবনের মূল মিলনায়তনে ভারতীয় হাইকমিশন আয়োজিত দেশটির কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান   অতিথি ছিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। রীভা গাঙ্গুলী উল্লেখ করেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশ সবসময় ভারতকে পাশে পাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইটেক প্রকল্পের আওতায় ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদ আকাশ, পুলিশ কর্মকর্তা খোরশেদ আলম, রেলওয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা শুভ জ্যোতি দে, নরসিংদীর কলেজ শিক্ষক তাসলীমা পারভীন।

সর্বশেষ খবর