সোমবার, ১৮ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়ার চেয়েও উন্নত হতো

---------- ড. হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ আজ মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ার চেয়েও উন্নত রাষ্ট্রে পরিণত হতো। তিনি বলেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন সুখী-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ জাতির পিতার সেই স্বপ্নপূরণের পথে এগিয়ে চলেছে। জাতির পিতার ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে  গতকাল জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সাংবাদিক শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ গতকাল প্রেস ক্লাবের ভিআইপি  লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করে। বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক আবদুল মজিদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য প্রমুখ। মোল্লা জালাল বলেন, সুবিধাবাদী সাংবাদিকদের কাছ থেকে বঙ্গবন্ধুর আদর্শের সাংবাদিকদের দূরে থাকতে হবে।  সতর্ক থাকতে হবে।  শাবান মাহমুদ রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক সহযোগিতার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশকে নিরাপদ রাখতে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর