মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

অন্য দল ক্ষমতায় এলে দেশে সবকিছুই বন্ধ হয়ে যেত

- ব্যারিস্টার নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক

অন্য দল ক্ষমতায় এলে দেশে সবকিছুই বন্ধ হয়ে যেত

তৃণমূল বিএনপি ও জাতীয় জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘একাদশ জাতীয় ভোটে অন্য দল ক্ষমতায় এলে সবকিছুই বন্ধ হয়ে যেত। আপনারা ভোট দিতে পারেননি, তাতে কী হয়েছে? আপনারা ভোট দিলে যদি অন্য কোনো দল ক্ষমতায় আসত তাহলে কি দেশের এই সমৃদ্ধি ও উন্নয়ন দেখতে পেতেন? সবকিছুই তো তারা বন্ধ করে দিত। তাতে কি আপনারা উপকৃত   হতেন?’ গতকাল বিকালে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত তৃণমূল বিএনপির নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে আরও বক্তব্য দেন তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) শেখ হাবিবুর রহমান, দলের কো-চেয়ারম্যান জাহাঙ্গীর মাজমাদার, অতিরিক্ত মহাসচিব হামিদুর রহমান খান পরশ ভাসানী, ভাইস চেয়ারম্যান ম্যানুয়েল গোমেজ সরকার, যুগ্মমহাসচিব আক্কাস আলী খান প্রমুখ। ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ‘কথায় বলে, “জোর যার মুল্লুক তার”। আর মুল্লুক যদি তারই হয়ে থাকে যিনি জোর প্রয়োগ করে সফল হয়েছেন- তাহলে ক্ষতিটা কী? তিনি তো দেশের ভালোই করছেন। তিনি তো দেশের সমৃদ্ধি আনছেন। ব্যাপক উন্নয়ন কর্মকা  করছেন। মানুষের ভাত-কাপড়ের নিশ্চয়তা দিচ্ছেন, দেশের স্থিতিশীলতা রক্ষা করছেন। সব দিক থেকে তিনিই তো দেশের মঙ্গল করছেন। জাতীর স্বার্থ দেখছেন। তাহলে আপনার সমস্যাটা কোথায়?’

তিনি নির্বাচন কমিশনকে দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় প্রধানমন্ত্রীকে সহায়তা করায় সাধুবাদ জানান। পার্টির নির্বাহী কমিটির সদস্যদের আশ্বস্ত করে বিএনপির সাবেক এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘অবশ্যই দলের সাত দফা বাস্তবায়নে জনগণের ইচ্ছার প্রতিফলনে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপলব্ধিতে আনতে আমি সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাব। খুব শিগগিরই তৃণমূল বিএনপির নেতাদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব।’

 

 

সর্বশেষ খবর