শিরোনাম
মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯ ০০:০০ টা

সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে

---- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

সরকার নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১১৬টি উপজেলায় ভোট গ্রহণের দিন ছিল। আওয়ামী লীগ ছাড়া মাঠে কোনো প্রার্থী ছিল না বললেই চলে। তারপরও বিভিন্ন অনিয়ম এবং সর্বোপরি ভোটারদের অনাগ্রহ দেখা গেছে। ভোটকেন্দ্রে ২/৩ জন ছাড়া ভোটারের লাইন ছিল না। পীর সাহেব বলেন, ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পর দেশের সাধারণ মানুষের মাঝে নির্বাচন নিয়ে কোনো   আগ্রহ নেই। নির্বাচন কমিশনের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করেছে সরকার। বিগত কয়েকটি নির্বাচনে ভোটারবিহীন ও নামমাত্র ভোটার উপস্থিতি প্রমাণ করে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি ভোটারদের কোনো আস্থা নেই। তিনি বলেন, একতরফা ও একদলীয় ভোটারবিহীন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সাময়িক পার পেলেও এর জবাব জনগণের কাছে দিতে হবে। ভোটের নামে জনগণের সঙ্গে যে প্রতারণা বর্তমান সময়ে চলছে তা সভ্য দুনিয়ায় বিরল। নির্বাচনের নামে এই তামাশা বন্ধ হওয়া প্রয়োজন।

 

সর্বশেষ খবর