বুধবার, ২০ মার্চ, ২০১৯ ০০:০০ টা

এরশাদের ৯০তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

এরশাদের ৯০তম জন্মদিন আজ

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের ৯০তম জন্মদিন আজ। সাবেক সেনাপ্রধান এবং পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য এইচ এম এরশাদের জন্ম ১৯৩০ সালের ২০ মার্চ কুড়িগ্রাম জেলার মাতুলালয়ে। জন্মদিন উপলক্ষে আজ সকাল ১০টায় রাজধানীর গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে হুসেইন মুহম্মদ এরশাদ রচিত গ্রন্থসমগ্রের প্রদর্শনী এবং মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সর্বস্তরের নেতাদের উপস্থিত থাকার এবং জেলা, উপজেলা পর্যায়ে দিনটি পালনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মসিউর রহমান রাঙ্গা।

সাবেক এই রাষ্ট্রপতি ১৯৫০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৫২ সালে। তিনি ১৯৭৫ সালের ২৪ আগস্ট মেজর জেনারেল পদে উন্নীত হন। হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮৩ সালে সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে রাষ্ট্রক্ষমতায় আসেন। ১৯৮৬ সালে তার প্রতিষ্ঠিত দল জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তিনি দেশে উপজেলা পদ্ধতি চালু করেন। বিরোধী দলের লাগাতার আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা থেকে বিদায় নেন। এরপর গ্রেফতার হয়ে ছয় বছর কারারুদ্ধ থাকেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর