শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

প্রশাসন বেশি আন্তরিক নয় : ছাত্র ইউনিয়ন

প্রশাসন বেশি আন্তরিক নয় : ছাত্র ইউনিয়ন

‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেও সঙ্গে আলোচনা করার জন্য ডেকেছিল। আমরা গিয়েছিলাম। আমাদের দাবিগুলো তারা শুনেছেন। এর বাইরে নির্বাচনের জন্য কোনো কিছুই আমাদের জানাচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এভাবে শুধু ছাত্রসংগঠনগুলোর বক্তব্যই শুনবে, তাহলে তারা সেই আলোচনা তো এক দিনেই শেষ করতে পারত। কিন্তু তারা সেটা না করে সংলাপের নামে শুধু সময় অতিবাহিত করছে। নির্বাচনের বিষয়ে তারা এখনো খুব বেশি আন্তরিক নয়।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাবি সংসদের সভাপতি শাকিলা খাতুন। শাকিলা খাতুন বলেন, ‘রাকসু নির্বাচনের জন্য ক্যাম্পাসে কোনো কর্মসূচি করলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের বাধা দেওয়া হচ্ছে। তাই তারা নির্বাচন দেবেন কিনা তা নিয়ে আমাদের মাঝে সংশয় তৈরি হয়েছে।

 সব ছাত্র সংগঠনের জোরালো আন্দোলনের মধ্য দিয়েই প্রশাসনকে নির্বাচন দিতে বাধ্য করাতে হবে।’

সর্বশেষ খবর