শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

খুলনায় বিথার হত্যা মামলায় বিচার শুরু

৮ বছর পর আদালতে চার্জ গঠন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

প্রায় ৮ বছর পর খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যা মামলায় চার্জ গঠন করেছেন আদালত। একই সঙ্গে আগামী ১৫ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে। গতকাল খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মামলার চার্জ গঠন করেন। এর মাধ্যমে আলোচিত এই হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আইনজীবীরা জানান, এই মামলায় মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলুসহ ৬ জন অভিযুক্ত আসামি রয়েছেন। বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়ার পর মামলার ৪ সন্দেহভাজন আসামি আদালতে জবানবন্দিতে তাদের নাম উল্লেখ করেছেন। অভিযুক্ত অন্য আসামিরা হলেন- জীবন ওরফে শবে কাদির, লিয়াকত আলী শিকদার, মনিরুজ্জামান মাসুদ ওরফে তোতা মাসুদ, একরাম হোসেন ওরফে সিয়াম ওরফে আকাশ এবং সুমন হোসেন ওরফে রাজু। উল্লেখ্য, ২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরীর মুসলমানপাড়ার মেট্রোপলিটন ক্লিনিকের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বিথার। এ ঘটনায় তার শ্যালক মো. রফিউদ্দিন বাদি হয়ে ১২ জুলাই হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর