শুক্রবার, ২২ মার্চ, ২০১৯ ০০:০০ টা

বারভিডার রজতজয়ন্তীতে ঢাকা মাতালেন সোমলতা

নিজস্ব প্রতিবেদক

বাংলার কিংবদন্তি ব্যান্ডশিল্পী আইউব বাচ্চুকে স্মরণ করে ঢাকা মাতালেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সোমলতা সেন। গাইলেন, হাসতে দেখো গাইতে দেখো/ তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে/ জাগরণে যাই বৃন্দাবনে/তুমি যে আমার ওগো তুমি যে আমার/ তোমার ঘরে বাস করে কারা/ ভালো আছি ভালো থেকো প্রভৃতি জনপ্রিয় সব গান। আর এভাবেই গানে গানে মাতিয়ে তোলেন ঢাকার সংগীত প্রিয় দর্শক শ্রোতাদের। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বারভিডার রজতজয়ন্তী  অনুষ্ঠানকে এভাবেই সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন সংগীত শিল্পী সোমলতা সেন। অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন ভারতের প্রখ্যাত শিল্পী রাজ বর্মন ও মনিষা কর্মকার। এর আগে বারভিডার রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী, বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পখাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এনবিআর-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, ব্র্যাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। সভাপতিত্ব করেন বারবিডার সভাপতি হাবিব উল্লাহ ডন।  সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, কর কাঠামো নিয়ে বারভিডার দাবি বিবেচনা করা হবে। এনবিআর-এর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, আগামী বাজেটেই হাইব্রিড ও ইলেক্ট্রনিক গাড়ি আমদানি সহজ করার চেষ্টা করা হবে। বারভিডার সভাপতি হাবিব উল্লাহ ডন বলেন, গাড়ির বিদ্যমান শুল্ক বৈষম্য দূর হলে  সরকার আরও এক হাজার কোটি টাকার বাড়তি রাজস্ব পাবে।

সর্বশেষ খবর