রবিবার, ২৪ মার্চ, ২০১৯ ০০:০০ টা

ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধানের বাংলাদেশ সফর

দীপক দেবনাথ, কলকাতা

ভারত ও বাংলাদেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি ও সামরিক সম্পর্ক আরও বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সফর করলেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লে. জেনারেল এম এম নরাভানে। গত ১৮ থেকে ২২ মার্চ এই সফর করেন তিনি। সফরের প্রথম দিন ১৯ মার্চ ঢাকায় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এ ছাড়াও স্বাধীনতা যুদ্ধের জাদুঘর এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল কলকাতার ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলীয় সেনা দফতর থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ সফরকালে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গেও সাক্ষাৎ করেন পূর্বাঞ্চলীয় স্থল সেনাপ্রধান। মুক্তিযোদ্ধা স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরাভানে এবং মুক্তিযোদ্ধার পরিবারের সন্তানদের হাতে বৃত্তি তুলে দেন তিনি। উল্লেখ্য, মুক্তিযোদ্ধা স্কলারশিপ প্রকল্পটির ‘নতুন ভারত-বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম’ নামেই পরিচিত। এই সফরকালে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এবং তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান। তিনি বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লে. জেনারেল শেখ মামুন খালেদ এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি বাংলাদেশ মিলিটারি একাডেমির একাধিক জায়গা ঘুরে দেখেন।

সর্বশেষ খবর