বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

উচ্চশিক্ষায় উদ্বুদ্ধকরণ কর্মশালায় পুণ্ড্র ইউনিভার্সিটি

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশের উচ্চশিক্ষার মান নিশ্চিতকরণ ও অ্যাক্রেডিটেশন প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) আয়োজিত ‘উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশনবিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা’য়  পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অংশগ্রহণ করেছে। উত্তরবঙ্গের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে কর্মশালাটি সোমবার দিনব্যাপী সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী কমপ্লেক্স অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়। বিএসির উপপরিচালক (অ্যাক্রেডিটেশন) ড. রীতা পারভীনের সঞ্চালনায় ও সদস্য প্রফেসর ড. এস এম কবিরের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসি চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ উদ্দিন আহমেদ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে কর্মশালায় বক্তব্য দেন উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর