বুধবার, ১ মে, ২০২৪ ০০:০০ টা

কাল সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক

আদালতের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে কাল বৃহস্পতিবার সারা দেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। আর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রয়েছে। সে হিসেবে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে বৃহস্পতিবার। দেশব্যাপী চলমান দাবদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেন আদালত। গত সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে শিক্ষা মন্ত্রণালয়কে এ আদেশ দেন। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে। আমরা সেই সম্মান প্রদর্শনপূর্বক আমাদের অভিমত প্রকাশ করতে পারি। সেটি হচ্ছে, সব জেলায় বিদ্যালয় খোলা থাকবে এমন সিদ্ধান্ত নেইনি।’ বৃহস্পতিবার তিনি বলেন, ‘আদালতের আদেশের কোনো কপি আমাদের হাতে নেই। অন্তর্বর্তীকালীন নির্দেশনার নজির যেটা, সেটা হচ্ছে সেই নির্দেশনা নির্বাহী বিভাগ (মন্ত্রণালয়) সম্মান প্রদর্শনপূর্বক মেনে চলে। নির্বাহী বিভাগ মেনে চলতে বাধ্য।’

প্রয়োজনে শুক্রবারও খোলা শিক্ষাপ্রতিষ্ঠান : নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবারও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হতে পারে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আগামী বছর থেকে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। এখন শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আমাদের যতদিন প্রয়োজন, সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর