ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক কার্যনির্বাহী সদস্য সাংবাদিক হাফিজ আল আসাদকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। গতকাল ডিআরইউ সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, ডিআরইউ সদস্যরা পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। তারা যাতে পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।