কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। গতকাল আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক সাক্ষরিত এ সূচি প্রকাশ করা হয়। নতুন সূচি অনুযায়ী, ১১ আগস্ট ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা শেষ হবে। ৯ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। দেশের চলমান পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।