কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া তিন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর গতকাল এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে [email protected] ই-মেইলে জানানোর অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছে। গতকাল ঢাকার সিএমএম আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারের কাছে ফেরত যাবেন।
কোটা সংস্কার আন্দোলনে দেশজুড়ে ব্যাপক সহিংসতার ঘটনার বিভিন্ন মামলায় শিক্ষার্থীরা গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে তিনজন এইচএসসি পরীক্ষার্থী ছিল। এর আগে দুপুরে পুলিশের হেফাজতে থাকা তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে আইনি সহায়তা দিতে আইনজীবী নিয়োগ করে শিক্ষা মন্ত্রণালয়।