ক্যাডার বহির্ভূত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে ২৭ জনকে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া গ্রেড ১ পদোন্নতি পেয়ে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের নতুন চেয়ারম্যান হয়েছেন ড. লিপিকা ভদ্র। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বর্তমান চেয়ারম্যান শেখ শোয়েবুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
এদিকে পৃথক আদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ডিজি হয়েছেন এ কে এম নুরুন্নবী কবীর। তিনি কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ছিলেন। এ ছাড়া বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের প্রেক্ষিতে ক্যাডার বহির্ভূত বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের মধ্যে ২৭ জনকে পদোন্নতি দিয়ে ৯ম গ্রেডে সহকারী সচিব করেছে সরকার।