বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী গতকাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে গিয়ে নানা অনিয়ম পেয়েছেন। পরে হাসপাতালের পরিচালক বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।
পরিদর্শন দলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ এম আবু রাফি জানান, তারা দুটি টিমে বিভক্ত হয়ে হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসকদের কক্ষ এবং পথ্য বিভাগ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি পেয়েছেন। তাদের প্রাথমিক হিসেবে সতর্ক করতে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে। এ সময় চিকিৎসকদের কক্ষের সামনে অবস্থান নেওয়া রোগীরা নানা অসংগতির তথ্য দিয়েছেন। ভুক্তভোগী এক রোগীকে নিয়ে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের কাছে গিয়েছি। হাসপাতালের পরিচালক প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে তাদের জানিয়েছেন।
শিক্ষার্থী রাফি বলেন, হাসপাতালের পথ্য বিভাগে গিয়ে পচাবাসি খাবার ও নোংরা পরিবেশ পাওয়া গেছে। পথ্য বিভাগের সংশ্লিষ্টদের ভালো খাবার দেওয়াসহ পরিচ্ছন্ন পরিবেশে রান্না করার আহ্বান জানিয়েছেন। সংশ্লিষ্টরা তাদের সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা এসে হাসপাতালের বিভিন্ন অনিয়মের তথ্য তুলে ধরেছেন। আমরাও এসব অনিয়মের বিষয়টি দূর করার জন্য কাজ করছি। শিক্ষার্থীদের সহায়তা নিয়ে সমস্যা সমাধানে কাজ করার কথাও জানানো হয়েছে।