ক্ষমতাচ্যুত সরকারের রাজনৈতিক বন্দিশালা কথিত ‘আয়নাঘর’ থেকে গুমের শিকার একাধিক ব্যক্তি ফিরলেও কোনো সন্ধান মিলছে না নিখোঁজ এম ইলিয়াস আলীর। দীর্ঘ ১২ বছর ধরে ‘নিখোঁজ’ বিএনপির প্রভাবশালী এই নেতা। জট খুলছে না অন্তর্ধান রহস্যের। সম্প্রতি গুম হওয়া ব্যক্তিরা ফিরে আসার ঘটনায় ফের আশার আলো জাগে ইলিয়াস পরিবারে। ইলিয়াসের ফিরে আসার খবরটি ‘গুজব’ বলে জানান পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস। তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’-কে বলেন, ‘হাসিনা সরকারের পতনের পর তাদের গুম নামক বন্দিশালা ‘আয়নাঘর’ থেকে অনেকে ফিরে এসেছেন। আমরা এখনো বাবাকে খুঁজে বেড়াচ্ছি। আমাদের বিশ্বাস বাবা আমাদের মাঝে ফিরবেন।
তাকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছি আমরা। ভাইরাল ভিডিও বার্তার বিষয়ে তিনি বলেন, ‘এর কোনো ভিত্তি নেই। এটি উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।’