১৫ আগস্ট কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। গতকাল সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ও গুরুতর অসুস্থ ছাত্র-জনতাকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। মঈন খান বলেন, ছাত্র-জনতার পছন্দে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। ফলে তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আর জাগ্রত ছাত্র-জনতা সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে কোনো স্বৈরাচার সরকার নির্যাতন করে ক্ষমতায় থাকতে পারে না। তাদের এ সাফল্য বিশ্বের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ সময় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, আন্দোলনকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ৭৬৯ ছাত্র ও জনতা ভর্তি হন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৯০ জন। এখনো ঢাকার বাইরে থেকে আহত রোগী আসছেন বলেও জানান তিনি।