বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগ গ্রামে।
নিহত দুজন হলেন উত্তর কলাবাগ গ্রামের আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উত্তর কলাবাগ গ্রামের কয়েকজন মিলে ভোলাডুবা বিলে নৌকা দিয়ে মাছ ধরতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন নিহত ও তিনজন আহত হন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।