বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। এই দলকে বিলুপ্ত করতে হবে। তাদের নিবন্ধন বাতিল করতে হবে। অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের এটাই প্রত্যাশা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে পুলিশের গুলিতে নিহত এন কে এম হাই স্কুল অ্যান্ড হোমস্রে নবম শ্রেণির ছাত্র তাহমিদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। গতকাল দুপুরে চিনিশপুরস্থ পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি নিহত তাহমিদের বাড়িতে যান। ওই সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে নিহতের পরিবারকে ১ লাখ টাকা আর্থিক সহায়তা করেন। এ সময় খায়রুল কবির খোকন বলেন, আওয়ামী লীগ স্বৈরাচারী দল। শেখ হাসিনা খুনি। তারা সাড়ে ৬০০ মানুষকে হত্যা করেছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে হবে। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জর এলাহী, অ্যাডভোকেট আবদুল বাছেদ, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ প্রমুখ।