রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নিজ চেম্বারে ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম আশরাফকে ছুরিকাহত বলে দাবি করেছেন। তার অভিযোগ অ্যাডভোকেট আবদুল কাইয়ুম তাকে ছুরিকাঘাত করেছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির চেম্বারে এ ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
ব্যারিস্টার আশরাফ ২০০৫ নম্বর কক্ষের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেন, আমি আইন পেশাকে ইবাদত মনে করি। সব সময় আমি আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলি। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমাকে ২৭ দিন জেল খাটিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে আমি সবচেয়ে বেশি সোচ্চার ছিলাম। অ্যাডভোকেট আবদুল কাইয়ুম নামে এক আইনজীবী ভদ্রলোক। তাকে চিনতাম না। হঠাৎ আমার রুমে এসে আমাকে সরাসরি বলতেছিল, ওই তুই কোর্টে ডিস্টার্ব করোছ, তোরে কিন্তু ছাড়বো না। এক পর্যায়ে সে আমাকে চাকু দিয়ে আঘাত করেছে। সে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। প্রকাশ্যে একজন আইনজীবীর রুমে এসে আরেকজন আইনজীবী এভাবে কীভাবে আঘাত করতে পারেন? তিনি আরও বলেন, আমি ৭ জানুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ করতাম। ৭ জানুয়ারি আমি সর্বপ্রথম ঘোষণা দিয়ে আওয়ামী লীগ থেকে বের হয়ে গেছি। এ হামলার বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আবদুল কাইয়ুম বলে