বরিশাল নগরের কাশিপুরে একটি মন্দিরে অগ্নিকান্ড ঘটেছে। গতকাল ভোর রাতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, ভোররাত ৪টার দিকে কাশিপুর ইছাকাঠি এলাকায় মহামায়া মন্দিরের বাইরে থাকা বৈদ্যুতিক মিটারে শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটে। এতে মিটারসহ কিছু চেয়ার-টেবিল পুড়ে গেছে। খবর পেয়ে তারা গিয়ে আগুন নিভিয়ে ফেলেছেন। অগ্নিকান্ডে ১০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। মন্দিরের সভাপতি তপন মুখার্জি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেছে। অন্য কোনো কারণ নেই। অগ্নিকান্ডে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও কাঠ পুড়ে গেছে। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি লোকমান হোসেন বলেন, ‘প্রাথমিক ধারণা শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ড ঘটেছে। তবু আমরা তদন্ত করছি। মন্দির কমিটির পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।’