সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নেতা-কর্মীদের তালিকা প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংবাদ সম্মেলনে বুধবার ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ইরফান ভূঁইয়া ছাত্রদলের সঙ্গে জড়িত ছিলেন। তবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী মো. ইরফান ভূঁইয়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না। নিহতের পরিবারও একথা নিশ্চিত করে জানিয়েছে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য সম্পূর্ণ অসত্য।