গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি। আজ রবিবার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ অন্তর্বর্তী সরকার, জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। - নিজস্ব প্রতিবেদকসর্বশেষ জুলাই মাসে সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি।