বিএনপি কেন্দ্রীয় কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ ৩৬ জনকে আসামি করে ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, গত ২১ আগস্ট নগরকান্দা উপজেলা সদর এলাকায় শামা গ্রুপের সঙ্গে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) শহিদুল ইসলাম বাবুল গ্রুপের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় বাবুল গ্রুপের সমর্থক কবির ভূইয়া (৫৫) নিহত হন। এই হত্যার অভিযোগে শামা ওবায়েদসহ ৩৬ জনকে আসামি করে নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে ২৩ আগস্ট রাতে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে গতকাল এ বিষয়ে হত্যা মামলা হয়েছে।