বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য ত্রাণসামগ্রী, বিশেষ করে মুড়ি, চিড়া, গুড়সহ অন্য শুকনো খাবারের চাহিদা বেড়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিয়েছেন এসব পণ্যের। গতকাল পণ্যের সরবরাহ এবং মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকার বাজারে অভিযান চালায়। এ সময় শুকনো খাদ্যপণ্যের দাম বাড়ানোর প্রমাণ মেলায় জরিমানা আদায় করা হয়।
অধিদপ্তরসূত্রে জানা যায়, গতকাল রাজধানীর কারওয়ান বাজারে পরিচালিত তদারকিতে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ ছাড়া চিনি, হাইড্রোজ ও খাবার সোডামিশ্রিত আখের গুড় বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠান সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ত্রাণসামগ্রীর মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার তদারকি কার্যক্রম পরিচালনার সময় জরিমানা আদায় ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস সালাম।