ইউনিয়ন ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)-এর পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক তিনটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে। ইউনিয়ন ব্যাংক পিএলসি ও ইউসিবিতে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিত করতে জনস্বার্থে ব্যাংক দুটির পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে মেঘনা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল আমিনকে। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. জামাল মোল্লা; ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা; ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা অনুষদের অধ্যাপক আবু হেনা রেজা হাসান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মু. মাহমুদ হোসেনকে। ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো আরেক চিঠিতে বলা হয়, ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মু. ফরীদ উদ্দিন আহমদকে। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির; রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ জাহিদুল ইসলাম এফসিএ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ করা হয়েছে ব্যাংকটির শেয়ারহোল্ডার শরীফ জহীরকে। তিনি ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের শর্তে নিয়োগ পেয়েছেন। এ ছাড়া পরিচালক নিয়োগ করা হয়েছে আরেক শেয়ারহোল্ডার মো. তানভীর খানকে। তিনি ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ থেকে পদত্যাগের শর্তে নিয়োগ পেয়েছেন। স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন; অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওবায়দুর রহমানকে। এদিকে গতকাল পর্ষদ সভা ডেকে ১০ দিনের ব্যবধানে স্বতন্ত্র পরিচালক অপরূপ চৌধুরীকে নতুন চেয়ারম্যান নিয়োগ করে ইউসিবি। এর আগে ১৬ আগস্ট ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছিল রোকসানা জামান চৌধুরীকে। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বোন। তাঁর আগে চেয়ারম্যান ছিলেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী রুকমিলা জামান। পৃথক চিঠিতে ব্যাংক তিনটিকে জানানো হয়, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ অকার্যকর ও বাতিল করা হয়েছে। দেশে রাজনৈতিক পট পরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংকসহ ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হলো। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেওয়ার মাধ্যমে এস আলম গ্রুপের ব্যাংক দখল শুরু হয়।
শিরোনাম
- খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- বিডিইউতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘ভারত সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে’
- আদানির সাথে চুক্তিটি সঠিক হয়নি : জ্বালানি বিশেষজ্ঞ ড. তামিম
- বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি নিয়ে হাসনাত আব্দুল্লাহর ক্ষোভ
- চার দিনের সফরে রাতে ঢাকায় আসছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট
- পুলিশের কাছ থেকে হাতকড়া পরা আওয়ামী লীগ নেতাকে ছিনতাই
- বিশ্বনাথে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- ‘আওয়ামী লীগই সংখ্যালঘুদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার চালিয়েছে’
- রামুতে বন্য হাতির আক্রমণে নিহত ১
- বগুড়ায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন
- ‘আওয়ামী লীগ এখনো সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে’
- সৌদি আরবে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে, সতর্কবার্তা
- রাঙামাটিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
- মাগুরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- যুক্তরাষ্ট্রে ওপেন এআইয়ের তথ্য ফাঁসকারী ভারতীয় যুবকের রহস্যজনক মৃত্যু
- ‘ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত’
- ছাত্র-জনতার শক্তির সাথে জোট করতে চায় এবি পার্টি
- সোনারগাঁয়ে শহিদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
- নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ
প্রকাশ:
০০:০০,
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
ইউনিয়ন ইউসিবি ও গ্লোবাল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করে চিঠি
নিজস্ব প্রতিবেদক
এই বিভাগের আরও খবর