ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে এস আলম গ্রুপকে। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এতে বলা হয়, বিপিসির আওতাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং এস আলম গ্রুপের মধ্যে ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের প্রস্তাব বাতিল করা হয়েছে। এতে আরও বলা হয়, বিপিসির আওতাধীন ইআরএল কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত ‘ইন্সটলেশন অব ইআরএল ইউনিট-২’ শীর্ষক প্রকল্পটি ইআরএল এবং এস আলম গ্রুপের মধ্যে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগী চুক্তির আওতায় বাস্তবায়ন প্রস্তাব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে প্রকল্পটি ডিপিডি বৈদেশিক মুদ্রার হালনাগাদ রেট অনুযায়ী প্রাক্কলন এবং সব ক্রয় পরিকল্পনা পিপিআর-২০০৮ অনুযায়ী প্রণয়নপূর্বক পরিকল্পনা কমিশনে পুনর্গঠিত ডিপিপি পাঠাতে বিপিসিতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।