বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির আগামীর রাজনীতি হবে দেশের মানুষ ও তারুণ্যের আশা-আকাক্সক্ষা, প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। মানুষের সমস্যা চিহ্নিত করে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে।
গতকাল বিকালে খাগড়াছড়ি সদরের মুক্তমঞ্চ ও দীঘিনালার মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় আমীর খসরু আরও বলেন, আমাদের দলে চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের ঠাঁই নেই। যারা অপকর্ম করেছে তাদের বরখাস্ত করেছি। বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার নির্দেশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।
দীঘিনালার ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। খাগড়াছড়িতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া।