রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযুক্ত করে মামলা দায়ের হয়েছে। গতকাল মাসুদের বড় ভাই মো. বেহেস্তী বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন। মামলায় সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মাসুদের হত্যার সঙ্গে জড়িত উল্লেখ করলেও এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বাদী উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা ২০১৪ সালে তার ভাইকে মারধর করে ধারালো অস্ত্রের আঘাতে তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং তখন থেকেই অজ্ঞাতনামা ব্যক্তিরা তার ছোট ভাইকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে আসছিল। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, মাসুদ হত্যাকান্ডের ঘটনায় মামলা হয়েছে। উপপরিদর্শক মাসুদ রানাকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।