সচিবালয়সহ সারা দেশের কর্মচারীদের প্রশাসনিক ও আর্থিক বৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। তারা বলেছেন, বৈষম্য দূর না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবে সরকারি কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত সমাবেশে এ দাবি জানান, সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান আজাদ। তিনি বলেন, একজন সচিব পর্যায়ের কর্মকর্তা মাসে ২ লাখ ১৬ হাজার টাকা বেতন-ভাতা পান। অন্যদিকে অধস্তন পর্যায়ের একজন কর্মচারী মাসে মাত্র ১৫ হাজার টাকা পেয়ে থাকেন। এটা বৈষম্য। এ বৈষম্য নিরসনকল্পে ১০ ধাপে বেতন নির্ধারণসহ নবম বেতন কমিশন গঠন এবং কর্মকর্তা-কর্মচারীদের ১:৫ হারে বেতন নির্ধারণের দাবি জানান।
নোমান বলেন, সম্প্রতি সচিবালয়ের গুটিকয় কর্মচারীর পদ-পদবি পরিবর্তন করে সারা দেশের কর্মচারীদের সঙ্গে আরও একটি বৈষম্যের প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বৈষম্য নির্মূলের পরিবর্তে ২০২৪ সালে সচিবালয়ের সঙ্গে সারা দেশের কর্মচারীদের নতুন আরেকটি বৈষম্য সৃষ্টি করা হলে সারা দেশের ১৪ লাখ কর্মচারী প্রয়োজনে সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। আয়োজক সংগঠনের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেছ আলী সভায় সভাপতিত্ব করেন।