বিগত ১৫ বছরে নিপীড়িত সাংবাদিকদের তালিকা করবে পেশাগত অধিকার সংগঠন ‘জার্নালিস্টস ফর জাস্টিস (জেফরজে)। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘নির্যাতিত সাংবাদিকদের কথা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক কাজী জেসিন। সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, নির্যাতিত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে সংগঠনটি। এ সময় কাজী জেসিন বলেন, প্রায় দুই দশক ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। কিন্তু এদের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। ওই সময় শুধু সাংবাদিকরা নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের জেরে তাদের ওপর নেমে আসা নিপীড়ন থেকে রক্ষা পেতে অনেক সাংবাদিককে দেশান্তরিত হতে হয়েছে। বিদেশে বসে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার কারণে সাংবাদিক তাসনীম খলিল, জুলকারনাইন সায়ের, কনক সরওয়ারসহ আরও অনেকের পরিবারের সদস্যরা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন ক্যাডারদের নির্যাতনের শিকার হয়েছেন।
এ ধরনের নির্যাতিত এবং ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিচার এবং ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এ সংগঠনের আত্মপ্রকাশ। একই সঙ্গে আমরা বর্তমান সরকার এবং ভবিষ্যতে যে কোনো সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন এবং হয়ে থাকলে তারা যেন যথাযথ বিচার পান সেজন্য কাজ করে যাব।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সংগঠনের সদস্য জাহেদ চৌধুরী, অলিউল্লাহ নোমান, যুগ্ম আহ্বায়ক আনাম ও মারুফ মল্লিক।