চট্টগ্রাম নগরীর ১৬ থানার জনসাধারণের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি শুনবেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। প্রতি সপ্তাহের মঙ্গলবার বিকালে কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের সমস্যা ও অভিযোগের বিষয়ে সরাসরি জানাতে পারবেন নগরবাসী। গতকাল চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, ‘জনগণের জন্য পুলিশি সেবা আরও নিশ্চিত করতে এ আয়োজন। এতে জনগণের সঙ্গে সেতুবন্ধ আরও সুদৃঢ় হবে। প্রতি সপ্তাহে মঙ্গলবার বিকাল ৩টায় নগরবাসীর অভিযোগ, সমস্যার কথা শুনব। সঙ্গে সঙ্গে সমাধানের চেষ্টা করব।’
তিনি বলেন, ‘সিএমপির চারটি ক্রাইম ডিভিশনে প্রতি সপ্তাহের রবিবার বিকাল ৩টায় উপপুলিশ কমিশনারের কার্যালয়ে উপপুলিশ কমিশনাররাও নগরবাসীর বক্তব্য শুনবেন। তিনিও ব্যবস্থা নেবেন। এ ছাড়া প্রতিটি থানায় সপ্তাহে একদিন “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হবে। সেটা প্রতিটি থানা থেকে নির্ধারিত হবে। সপ্তাহের অন্যান্য দিন স্বাভাবিকভাবে কার্যক্রম অব্যাহত থাকবে।’