বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওমর বিন নুরুল আবছারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। গতকাল বোয়ালখালী উপজেলার আকুবদ-ী গ্রামে শহীদ ওমরের বাড়িতে যান ডিসি। তিনি ওমরের কবর জিয়ারত শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ওমরের মা-বাবাকে সমবেদনা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাতে ওমরের পিতা নুরুল আবছার ও মাতা শহীদ ওমরের নামে উপজেলার একটি সড়ক নামকরণের প্রস্তাব দিলে তা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন তিনি। গত ৫ আগস্ট বিকালে ঢাকার উত্তরায় পুলিশের গুলিতে শহীদ হন ওমর বিন নুরুল আবছার। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী ছিলেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. কামরুজ্জামান, বোয়ালখালী উপজেলা ইউএনও হিমাদ্রী খীসা উপস্থিত ছিলেন।