প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন দুই সাংবাদিক। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। এ ছাড়া ড. এম মাহফুজুল হককে তিন বছরের জন্য সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
পরে তাকে পর্তুগালের রাষ্ট্রদূত করা হয়েছে।
চুক্তিতে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব হয়েছেন ডেইলি স্টারের সাংবাদিক সুচিস্মিতা তিথি এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাংবাদিক নাইম আলী। প্রধান উপদেষ্টার মেয়াদকাল পর্যন্ত বা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে এ দুজন সহকারী প্রেস সচিব নিয়োগ দেয় সরকার।