সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ‘মব জাস্টিস’ বা ‘উত্তাল জনতার বিচার’ নামে যে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় দলটি।
বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘মব জাস্টিজ’ সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত। দেশে আইনের শাসন থাকলে এ রকম অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত ঘটনা ঘটতে পারত না। তারা আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে যে কোনো মূল্যে ‘মব জাস্টিস’ বন্ধ করতে হবে। এ অবস্থা বন্ধ করতে ব্যর্থ হলে ‘জুলাই-আগস্ট’ বিপ্লবের অপমৃত্যু ঘটতে বাধ্য।