রাজধানীর উত্তরায় কিং ফিশার বার অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অবৈধভাবে বিদেশি মদসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা হয় ২ কোটি টাকার মাদক। গতকাল রাতে কিং ফিশার নামক এ বারে অভিযান চালানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, যতদিন অবৈধভাবে এ ধরনের ব্যবসা চলমান থাকবে, অভিযানও অব্যাহত থাকবে।
অন্তত ২ কোটি টাকা সমমানের মাদক জব্দ করা হয়েছে। কিংফিশার বারে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি মদ আমদানি করা হয়। বিদেশি এসব মদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এগুলো জব্দ করা হয়েছে।
জানা গেছে, অভিযানে ১২০৮ বোতল মদ ও ৮০০ ক্যান বিয়ার জব্দ করা।