বিএনপি নেতা নবীউল্লাহ নবী ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের খোঁজখবর নিচ্ছেন প্রতিনিয়ত। এ ধারাবাহিকতায় যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ছাত্রদলকর্মী মেহেদী হাসানের পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার তিনি সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান। জানা গেছে, গত ১৯ জুলাই যাত্রাবাড়ীর ঢাকা-চট্টগ্রাম রোডের কুতুবখালী টোলপ্লাজার সামনে গুলিতে নিহত হন মেহেদী হাসান।
নবীউল্লাহ নবী বলেন, ‘অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে দানবে পরিণত হয়েছিল বিগত ফ্যাসিবাদী সরকার। তাদের প্রতিটি হত্যার কঠিন বিচার করা হবে। আমরা নিহতদের এই আত্মত্যাগ বৃথা যেতে দেব না।’
এ সময় শহীদ মেহেদী হাসানের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আর্থিক অনুদান দেন নবীউল্লাহ নবী।