রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যার অভিযোগে করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
এদিন রিমান্ড শেষে নুরুল ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মৃগাংক শেখর তালুকদার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর একটি হাসপাতাল থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েক দফা রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।