ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। রবিবার রাত এবং গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- জেলার হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের মো. মোস্তফা (৬৫) ও গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নাসিমা খাতুন (৩৫)। গতকাল ডেঙ্গু ওয়ার্ডের মুখপাত্র মহিউদ্দিন খান জানান, ২৩ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোস্তফা। রবিবার রাত ২টার দিকে তিনি মারা যান।
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৭ সেপ্টেম্বর ভর্তি হয়েছিলেন নাসিমা। তিনি গতকাল সকাল ৯টায় মারা যান। মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ওয়ার্ডে ২০ জন রোগী ভ?র্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে মোট ৩৯ জন ভর্তি আছে। তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চালু করা হয়েছে ৬০ শয্যার আলাদা ডেঙ্গু ওয়ার্ড। ডেঙ্গু রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা দিতে চিকিৎসক ও নার্সরা প্রস্তুত রয়েছেন।