দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে গত সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ২৪১ জন। এ বছর ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৬৬ জন, এর মধ্যে গত মাসেই মারা গেছেন ৮৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৪ রোগী। তাদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ৮২। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬১ জন। এ ছাড়া ঢাকা বিভাগে ২৩২, ময়মনসিংহে ৩৫, চট্টগ্রামে ১৪৪, খুলনায় ৮১, রাজশাহী বিভাগে ৩৩, রংপুর বিভাগে ৪৭ এবং বরিশাল বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১২ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৪৯৫ রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৭৫৯ রোগী। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৭৩৬। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ১৮ হাজার ১১৩ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলায়। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৯৪৯। এ বছর চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের ৮ মাসের চেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে। ওই মাসে ১৯ হাজার ২৪১ রোগী ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে ৮৩ জনের।